রুশ যুদ্ধবিমান ড্রোনের কাছাকাছি ৩০ মিনিট উড়েছে

আগের সংবাদ

রমজানে অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি

পরের সংবাদ

যেসব এলাকায় বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ৮:৫৯ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ৯:০০ পূর্বাহ্ণ

দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ-ইউপি, পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৬ মার্চ)। এরই মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভোটারদের ভোটদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিন নির্বাচনী এলাকায় যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

১৬ মার্চ দেশের ৪৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৭০ ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপ-নির্বাচন হবে। এছাড়া তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং একটি উপজেলা সাধারণ ও দু’টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়