সন্ধ্যার সংবাদ বিশ্লেষণ: সংলাপ হবে না?

আগের সংবাদ

চট্টগ্রামে মাদ্রাসাছাত্রের মৃত্যুরহস্য উদঘাটন হয়নি

পরের সংবাদ

বিমানবন্দরে জড়িয়ে ধরলেন একে-অপরকে

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ৮:১২ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ৮:১২ অপরাহ্ণ

দুইজেই তারকা। তবে দুজ’ন দুই জগতের। একজন মাঠের আরেকজন বিনোদনের। দুজনই নিজেদের জায়গায় আলো ছড়িয়ে পেয়েছেন খ্যাতি। হয়েছেন স্টার। বলছিলাম মাশরাফি বিন মুর্তজা ও চঞ্চল চৌধুরীর কথা। এই দুই তারকার সম্প্রতি দেখা হয় একটি বিমানবন্দরে। হঠাৎ একজন আরেকজনকে বিমানবন্দরে দেখতে পেয়ে ‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরেন একে-অপরকে।

অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিচয়। তাদের সম্পর্কটা বহু পুরনো। এখনো দেখা হলে জমিয়ে আড্ডা দেন তারা। বেশ কয়েক বছর পর হঠাৎ তাদের দেখা হলো বিমানবন্দরে।

বিমানবন্দরে দেখা হওয়ার সেই আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

বুধবার দুপুরে চঞ্চল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন- এই তো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ভাই আমার বলে জড়িয়ে ধরা। অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা (মাশরাফি)। এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ, মাশরাফি বিন মুর্তজা।

জানা গেছে, ছবিটি তিন দিন আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা হয়েছে।

মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ মৃণাল সেন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ কারণে তাকে গত কয়েক মাস ধরে নিয়মিত ভারতে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে সংসদ সদস্য হিসেবে মাশরাফি বিন মুর্তজাও নিজের নির্বাচনি এলাকার মানুষদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়