অস্ত্রোপচার হয়েছে তাসনিয়া ফারিণের

আগের সংবাদ

মানুষের সেবাকে বেশি গুরুত্ব দেয় আ.লীগ সরকার

পরের সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী

প্রতি বিভাগেই হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ১:১০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ

প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ মার্চ) গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। ইতোমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় সরকার।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়