রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ-মিছিল

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর দাম্ভিকতা বেড়েছে: ফখরুল

পরের সংবাদ

খালেদাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দেয়া প্রতিষ্ঠানের প্রধান গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ৪:১৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ৪:১৬ অপরাহ্ণ

জনৈক নারীকে পাঁচবার যৌন নিপীড়ন ও দুইবার আটকে রাখার অভিযোগে কানাডার টরন্টোর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কানাডীয় হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইচআরআইও) প্রতিষ্ঠাতা। তার নাম যোশে মারিও গুইলোম্বো (৬৪)।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিল সিএইচআরআইও।

কানাডীয় ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গুইলোম্বোর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও জোরপূর্বক বন্দী করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টরন্টো পুলিশ। অলাভজনক প্রতিষ্ঠান সিএইচআরআইও জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ করে তারা।

পুলিশের মুখপাত্র ভিক্টর কোয়াং বলেন, গুইলোম্বোকে সন্দেহ করা হচ্ছে। একটি প্রতিষ্ঠানের পরিচিত মুখ তিনি। গত ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ অভিবাসন সংক্রান্ত পরামর্শ সেবা নিতে সিএইচআরআইও অফিসে যান ওই নারী। সেসময় তাকে যৌন নির্যাতন করেন গুইলোম্বো।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সিএইচআরআইও’র দেয়া ক্রেস্ট ও সনদ জনসম্মুখে আনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে সংগঠনটি। সনদে দেখা যায়, সিএইচআরআইওর ট্রিলিয়াম অ্যাওয়ার্ড হিসেবে ২০১৮ সালের ৩১ জুলাই খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেয়া হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়