বান্দরবানের ৩ উপজেলা ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

আগের সংবাদ

পশ্চিমবঙ্গে বঙ্গ রঙ্গমঞ্চের সার্ধশতবার্ষিকীতে আন্তর্জাতিক আলোচনা

পরের সংবাদ

কবে বিদায় নেবে করোনা, জানালো ডব্লিউএইচএ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ১০:৪৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ১০:৪৪ অপরাহ্ণ

কবে বিদায় নেবে করোনাভাইরাস মহামারি তা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। তিনি বলেন, সম্ভবত এই ভাইরাসের গুরুতর পর্যায় চলতি বছরই বিদায় হতে পারে।

সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে এক অনুষ্ঠানে জনস্বাস্থ্য খাতের সম্মানজনক থমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ (বৈশ্বিক জনস্বাস্থ্যে থমাস ফ্রান্সিস কনিষ্ঠ পদক) লাভের প্রাক্কালে এ কথা বলেন তেদ্রোস আধানম।

সভায় তিনি বলেন, এ বছর বিশ্বব্যাপী করোনা সংক্রান্ত জরুরি অবস্থা আর থাকবে না। করোনা মহামারি বিদায় নেবে।

তেদ্রোস আধানোম বলেন, করোনা মহামারি গত তিন বছরে মানব সভ্যতাকে তিনটি বড় ‘শিক্ষা’ দিয়েছে। এগুলো হলো: জনস্বাস্থ্যের গুরুত্ব, বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং মাস্ক, করোনা টিকা ও লকডাউনকে রাজনীতির আওতায় আনার বিপদ এবং উপর্যুপরি সহযোগিতাপূর্ণ সম্পর্কের গুরুত্ব।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়