পুলিশ হত্যার আসামির দোকান উদ্বোধনে দুবাইয়ে সাকিব!

আগের সংবাদ

বোয়ালমারীতে মেসার্স সাধনা স্টোরে দুর্ধর্ষ চুরি

পরের সংবাদ

ঈশ্বরগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ৯:১২ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ৯:১২ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চররামমোহন এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করেছেন যুগ্ম সচিব মুনিরুজ্জামান ও উপ-সচিব মোস্তফা কামাল।

বুধবার (১৫ মার্চ) উপজেলার রাজিপুর ইউনিয়নের ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহববুর রহমান, উপজেলা জাপা’র সহ সভাপতি রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, এমপি ফখরুল ইমামের ছেলে জাকারিয়ার আল ইমাম প্রমুখ।

জানা যায়, ২শ একর সরকারি খাস জমির ওপর এ অর্থনৈতিক অঞ্চলটি স্থাপিত হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ
অর্থনৈতিক অঞ্চলটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে এলাকার বেকার সমস্যাসহ ব্যবসা, বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি ফখরুল ইমাম জানান, ঈশ্বরগঞ্জ এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবী হিসেবে প্রধানমন্ত্রী কাছে বিষয়টি উপস্থাপন করা হলে ২০১৬ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। পরে ২০১৮ সালে ২ নভেম্বর বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়