×

খেলা

হার দিয়ে শুরু আর্জেন্টিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০১:১৬ পিএম

হার দিয়ে শুরু আর্জেন্টিনার

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরে গেলো প্রথমবারের মত খেলতে আসা দল আর্জেন্টিনা। সোমবার (১৩ মার্চ) কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমবার খেলতে আসা মেসির দেশ আর্জেন্টিনাকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে দিয়েছে ইরাক।

ইরাকের কাছে যেন পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ৩৪-১৩ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাট ছাড়ে রিকার্ডোর দল। দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলতে আসা দলটি।

টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার কোচ রিকার্ডো বলেছিলেন, আসরে বড় কোনো প্রত্যাশা নেই। এক-দুইটা ম্যাচ জিততে পারলেই খুশি তারা। নিজেদের প্রথম ম্যাচে জয় না পাওয়ায় সামনে জয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টাইন কোচ রিকার্ডো। দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইরাকের হাসান ফাইজ।

এর আগে উদ্বোধনী দিনে ৫০-২১ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। দ্বিতীয় ম্যাচে আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App