×

অর্থনীতি

বেসিক ব্যাংকের ‘ম্যাগপাই’ অ্যাপের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৮:১৯ পিএম

বেসিক ব্যাংকের ‘ম্যাগপাই’ অ্যাপের উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

ব্যাংকিং সেবাকে আরো অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ এবং কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই একাউন্ট’ মঙ্গলবার (১৪ মার্চ)  উদ্বোধন করা হয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত দেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), শামীম আহম্মেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের সমন্বয়ক মোঃ মেজবাউল হক। এসময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, আবু মো. মোফাজ্জেল ও মোঃ আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, এ.এস.এম রওশানুল হক, মোঃ ইসমাইল, মো. মমিনুল হক, আইসিটি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, কারিগারি সহায়তা সরবরাহকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসিক ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং অ্যাপস চালু করেছে। এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সকল আর্থিক সেবা রয়েছে। দেশের যেকোনো নাগরিক মাত্র ২ মিনিটেই তার ব্যাংক হিসাব খুলতে পারবে। এতে মানুষকে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই মানুষ ব্যাংকিং সুবিধা পাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক ঘরে বসেই ই-কেওয়াইসি ভিত্তিক ব্যাংক হিসাব খুলতে পারবেন। এছাড়া হিসাব বিবরনী জানা এবং ডাউনলোড করা, চেকবই রিকুইজিশন, ইএফটি, আরটিজিএস এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, ই-কমার্স/মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, টিকেটিংসহ অন্যান্য ব্যাংকিং সেবা ম্যাগপাই অ্যাপের মাধ্যমে পাওয়া যায়।

এই অ্যাপে বেসিক ব্যাংকের যেকোন কার্ড, অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত করা, যেকোন ভিসা অথবা মাস্টার কার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড/অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা রয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান ও গ্রহণ করা যায় বেসিক ব্যাংকের ম্যাগপাই অ্যাপে। উল্লেখ্য, ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং “ম্যাগপাই” অ্যাপ এবং ‘বেসিক আই একাউন্ট’ গুগল প্লে-স্টোরে শীঘ্রই পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App