আমতলীতে মুক্তিযোদ্ধারা পৃথক অনুষ্ঠান করবেন!

আগের সংবাদ

বুলিং প্রতিরোধে জনসচেতনতা

পরের সংবাদ

বাবুগঞ্জে আড়াই কোটি টাকার ঋণ বিতরণ

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১১:১০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১১:১০ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বাবুগঞ্জে ৪৫ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো দিনব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসন আয়োজিত বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কৃষি ঋণ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (বরিশাল সার্কেল) মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল জেলা পরিচালক বিষ্ণুপদ কর।

কৃষি ঋণ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মুরাদুল হাসান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, সোনালী ব্যাংক পিএলপির বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র গোলদার, বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজিব, জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নূরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার, উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আ. মান্নান মাস্টার, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান,বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আনিসুর রহমান সিকদার।

এছাড়াও জেলা কৃষি ঋণ মেলায় বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, কৃষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কৃষি ঋণ মেলায় সর্বোচ্চ ঋণদাতা হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে বরিশাল জেলা কৃষি ঋণ কমিটি সম্ভাবনা স্মারক প্রদান করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়