চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ঘে আহত ৫

আগের সংবাদ

কানাডায় পথচারীদের ওপর ভ্যান: নিহত ২

পরের সংবাদ

ফের জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ৪:৪৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ৪:৪৬ অপরাহ্ণ

ফের দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া মঙ্গলবার জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে একটি অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আনাদোলুর।

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত সামরিক মহড়া শুরু করার একদিন পর পিয়ংইয়ং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

উত্তর কোরিয়া এর আগে রবিবার (১২ মার্চ) একটি সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যৌথ মহড়া শুরুর তিন দিন আগে একটি ফায়ার অ্যাসল্ট ড্রিল পরিচালনা করে। তার পরই আজ মঙ্গলবার উৎক্ষেপণ করা হলো জোড়া ক্ষেপণাস্ত্র।

প্রসঙ্গত, সোমবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সিউল এবং ওয়াশিংটন। যা ২০১৮ সালের পর দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় যৌথ মহড়া। ফ্রিডম শিল্ড শীর্ষক ১০ দিনব্যাপী এই অনুশীলন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়