×

জাতীয়

ববির রাজনীতিতে আসার গুঞ্জন নিয়ে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৬:৪০ পিএম

ববির রাজনীতিতে আসার গুঞ্জন নিয়ে প্রধানমন্ত্রী

সোমবার বিকেলে রাজধানীর গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফরের সময় ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তার পক্ষে শ্রদ্ধা জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। রেহানাপুত্রের এমন শ্রদ্ধা জানানোর পর রাজনৈতিক মহলে কথা ওঠে। অনেকে মেনে করেন, সামনে হয়তো আওয়ামী লীগের নেতৃত্বে দেখা যেতে পারে ববিকে। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, দলে বা নেতৃত্বে আসার জন্য নয়। ববি পরিবারের একজন সদস্য হিসেবেই তার অবর্তমানে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (১৩ মার্চ) বিকেলে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ ৭ মার্চ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি শ্রদ্ধা জানাতে গেছে। সেটা আমাদের পরিবারের পক্ষ থেকে গেছে। এটা কোনো রাজনৈতিক অ্যাম্বিশন থেকে নয়।’

তিনি বলেন, ‘আমি বলতে পারি, আমি এবং রেহানা আমাদের পাঁচটা ছেলেমেয়ে, তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে ইয়াং বাংলা বলেন, স্টার্টআপ প্রোগ্রাম বলেন, সিআরআই থেকে অনেক রকম গবেষণা; তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে।’

ডিজিটাল বাংলাদেশ গড়তে পরিবারের সদস্যদের অবদানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, সেখানে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ, সেখানে কিন্তু তাদের সকলের অবদান আছে।’

বঙ্গবন্ধু পরিবারের সন্তানরা নানা খাতে কাজ করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘কেউ অটিজম নিয়ে কাজ করছে। তারা আসলে দেশের মানুষের জন্য কাজ করছে। কিন্তু ও রকম অ্যাম্বিশন নিয়ে নয়। এখন পর্যন্ত আমরা বলতে পারি, তাদের কিন্তু দলেরও মেম্বার করিনি বা কারও ভেতর কিন্তু তারা আসে না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না, কোনো স্বার্থ নিয়ে করে না।’

ঐতিহাসিক ৭ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারপ্রধানের পক্ষে শ্রদ্ধা জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও দলের পক্ষে শ্রদ্ধা জানান। এরপরই তার রাজনীতিতে আসার বিষয়টি আলোচনায় আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App