×

সারাদেশ

উপ-নির্বাচনে মিছিল ও প্রচারণায় মুখরিত ডিমলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:১০ পিএম

উপ-নির্বাচনে মিছিল ও প্রচারণায় মুখরিত ডিমলা

ছবি: সরোয়ার জাহান সোহাগ, ডিমলা (নীলফামারী)

আগামী ১৬ মার্চ নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের শেষ সময়ের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে এলাকার গ্রামগুলো।

ডিমলা সদর ইউনিয়নের রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলিতে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীদের উঠান বৈঠক, আলোচনা সভা, মিছিল, মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মীরা।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত এ.এইচ.এম ফিরোজ সরকার (নৌকা) স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা), মজিব উদ্দিন (মোটরসাইকেল), আমিনুর রহমান (আনারস)।

জানা গেছে, ইউনিয়নে নারী ভোটার ১৭ হাজার ৫২ জন, পুরুষ ভোটার সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

নৌকা মার্কার প্রার্থী এ.এইচ.এম ফিরোজ সরকার বলেন, জনগণ আমাদের সাথে আছে, সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে এলাকার জনগন উন্নয়নে সামিল হতে চায় জন্যই তারা নৌকা প্রতীকে ভোট দিবেন। ইনশাআল্লাহ জনগণ নৌকা মার্কাকে বিজয়ী করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App