জেলেনস্কির বাসভবনেই শুট হয় অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের

আগের সংবাদ

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

পরের সংবাদ

সিরিয়ার অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ৩:২২ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ৩:২২ অপরাহ্ণ

সিরিয়ার একটি অস্ত্র গুদামে রবিবার (১২ মার্চ) বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল। এতে ইরানপন্থি দুই সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রাহমান বলেন, তারতাস ও হামা প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এলাকায় ইরানের একটি সামরিকঘাঁটির মধ্যে অবস্থিত ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। খবর জিওনিউজের।

বার্তা সংস্থা এপি জানায়, নিহত দুজন ইরানি সেনা সদস্য ও আহত তিনজন সিরীয় সেনা সদস্য।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে লেবানন সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় হামলা চালায় ইসরাইলের বিমান। এ সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র গিয়ে অস্ত্র গুদামে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়