বহিরাগতদের হামলায় ইবির দুই শিক্ষার্থী আহত, চারঘন্টা মহাসড়ক অবরোধ

আগের সংবাদ

বিদেশি নেতারা বাংলাদেশের এগিয়ে চলা রুখতে পারবে না

পরের সংবাদ

এক পেট আহার অতঃপর হাসি

বিনামূল্যে খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১০:২৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ

‘এক পেট আহার অতঃপর হাসি’ কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করেন এ সংগঠনের আজীবন উপদেষ্টা ও মাগুরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় (বিজয় চত্বর) মাঠে নিজ হাতে প্রায় ২০০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এ উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। তিনি সমাজের স্বচ্ছল মানুষদের এমন উদ্যোগে অবদান রাখার মাধ্যমে অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

জেলা প্রশাসক এমন উদ্যোগের জন্য আয়োজকদের সাধুবাদ জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগে সবসময় জেলা প্রশাসনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়