×

আন্তর্জাতিক

১৪৪ ধারা প্রত্যাহারের দাবিতে আদালতে ইমরানের দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৪:০৬ পিএম

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী লাহোর থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের জন্য আদালতের দ্বারস্ত হয়েছে ইমরান খানের দল পিটিআই।

পাঞ্জাব রাজ্য সরকারের জারি করা ওই ১৪৪ ধারাকে রবিবার (১২ মার্চ) চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন পিটিআই নেতা বাবর আওয়ান। খবর জিও নিউজের।

তোষাখানা মামলার ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য যে কোনো নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে লাহোরে গত মঙ্গলবার থেকে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

পিটিআই সমর্থকরা তা অমান্য করে পিটিআই নেতাকর্মীরা জমায়েত হলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। ইমরান সমর্থকদের ইট-পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস।

শনিবার রাতে পাঞ্জাব রাজ্য সরকার লাহোরে যে কোনো সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। রাজ্য সরকারে এ আদেশের বিরুদ্ধে পিটিশন মামলা করে পিটিআই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App