×

ফুটবল

দীর্ঘ ৭ বছর পর পর্দা উঠলো জেলা প্রশাসক গোল্ড কাপের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৭:২০ পিএম

দীর্ঘ ৭ বছর পর পর্দা উঠলো জেলা প্রশাসক গোল্ড কাপের

ছবি: ভোরের কাগজ

দীর্ঘ ৭ বছর পর পর্দা উঠলো জেলা প্রশাসক গোল্ড কাপের

ছবি: ভোরের কাগজ

দীর্ঘ ৭ পর রাঙ্গামাটিতে পর্দা উঠলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। ২০১৫ সালের পর আবারো শুরু হলো এই টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় কাউখালী উপজেলা বনাম জুরাছড়ি উপজেলা ফুটবল দলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো এই টুর্নামেন্ট।

রবিবার (১২ মার্চ) রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন রাঙ্গামাটির জেলাপ্রশাসক মো. মিজানুর রহমান।

এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার ও ফুটবল উপ কমিটির আহবায়ক মীর তৌহিদের সভাপতিত্বে আনুষ্ঠান মঞ্চে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিজেন্দ্র লাল নাথ, কাউখালী উপজেলা নির্বঅহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরীয়া।

[caption id="attachment_413684" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

প্রধান অতিথির উদ্বোধনী ভাষণে মো মিজানুর রহমান বলেন, খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে বার্তা দিতে চাই তরুণ প্রজন্ম যাতে খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে নিয়মিত খেলাধুলা আয়োজন করার। শুধু বরুন নয় রাঙ্গামাটি থেকে আরো খেলোয়াড় জাতীয় দলে খেলবে বলে প্রত্যাশা করেন তিনি।

সভাপতির ভাষণে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, প্রত্যন্ত এলাকা থেকে খেলোয়াড় তুলে আনার জন্য নিয়মিত টুর্নামেন্টের পাশাপাশি প্রশিক্ষণ ক্যাম্পেরও আয়োজন কর হবে। একই সঙ্গে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ব্যয় নির্বাহের জন্য স্থানীয় প্রতিষ্ঠান ছাড়াও বাহিরের প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App