×

আন্তর্জাতিক

তেলে স্মরণকালের সবচেয়ে বেশি লাভ সৌদির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৭:৪৪ পিএম

সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি গত বছর ১৬ হাজার ১১০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে। লাভের এ অঙ্ক তাদের ইতিহাসে সবচেয়ে বেশি। এক বছর আগে আরামকো যে পরিমাণ মুনাফা করেছিল, গত বছরের মুনাফা ছিল তার চেয়ে ৪৬ শতাংশ বেশি।

এই বিপুল মুনাফা এসেছে জ্বালানি তেলের উচ্চ মূল্য, আগের তুলনায় বেশি তেল বিক্রি ও পরিশোধিত তেলে আরো বেশি লাভ করার কারণে।আরামকোর মতো গত বছর বিপুল মুনাফা করেছে বিশ্বের অন্যান্য বড় তেল কোম্পানি, যেমন বিপি, শেল, এক্সনমোবিল ও শেভরন। খবর রয়টার্সের।

গত ফেব্রুয়ারিতে প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, আরামকো বাদে বিশ্বের বড় ছয়টি জ্বালানি তেল কোম্পানি ২০২২ সালে সব মিলিয়ে মুনাফা করে ২১ হাজার ৫৪০ কোটি মার্কিন ডলার। এগুলোর মধ্যে কোনো কোনো কোম্পানি তাদের ইতিহাসে সবচেয়ে বেশি লাভ করে ওই বছর। তবে এ সময়ে পৃথিবীর প্রায় সব মানুষকেই উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হয়।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর ভূরাজনৈতিক উদ্বেগের মধ্যে তেলের দাম দারুণভাবে বেড়ে যায়। তবে সবচেয়ে বেশি তেল যে দেশ আমদানি করে, সেই চীনে তেলের চাহিদা কম ও অর্থনৈতিক মন্দার আশঙ্কার কারণে এরপর তেলের দাম খানিকটা পড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App