×

জাতীয়

জামায়াতের ১০ নেতাকর্মী রিমান্ডে, কারাগারে ৪৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৮:২৬ পিএম

রাজধানীর দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার জামায়াতের ১০ নেতাকর্মীকে রিমান্ডে নেয়া হয়েছে।

আজ রবিবার (১২ মার্চ) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- আব্দুল মান্নান ভূঁইয়া, ফরহাদ হোসেন, আবদুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়া উদ্দিন, তাজিরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস মজুমদার, শহিদুল ইসলাম, এসএম কাইয়ুম হাসেন। অন্যদিকে একই মাসলায় গ্রেপ্তার বাকি ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত শনিবার রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৮ টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। মহান ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে এজাহার সূত্রে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App