×

বিনোদন

গুরুতর অসুস্থ মুজিব ছবির পরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০১:২৩ পিএম

গুরুতর অসুস্থ মুজিব ছবির পরিচালক

শ্যাম বেনেগাল

গুরুতর অসুস্থ মুজিব ছবির পরিচালক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত মুজিব: দ্য মেকিং অব আ নেশন’র পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। শ্যাম বেনেগালের দুটি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। ঠিকমতো কাজ করছে না। ফলে জরুরি ভিত্তিতে তার ডায়ালাইসিস চলছে।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে বর্ষীয়ান এই পরিচালকের। অসুস্থতার কারণে এখন শয্যাশয়ী ৮৮ বছর বয়সী এই পরিচালক। খবর হিন্দুস্তান টাইমসের।

শ্যাম বেনেগালের ঘনিষ্ট একজন সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক মাস ধরেই পরিচালকের শরীর একদম ভালো যাচ্ছে না। শরীর একদম ভেঙে পড়ায় ডায়ালাইসিসের জন্য হাসপাতালেও যেতে পারছেন না পরিচালক, তাইতো বাড়িতেই চলছে তার চিকিৎসা।

তবে বয়স বাড়লেও ফিল্ম মেকিং নিয়ে শ্যাম বেনেগালের ভালোবাসায় ছেদ পড়েনি একবিন্দু। অসুস্থতার মধ্যেও নিজের চলতি প্রোজেক্ট মুজিব: দ্য মেকিং অফ আ নেশন নিয়ে ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছেন পরিচালক।

এই মূহূর্তে ফেডেরেশন অফ ফিল্মস সোসাইটিজ অফ ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। পাঁচ দশক দীর্ঘ তার ফিল্ম ক্যারিয়ার। ১৯৭৪ সালে অঙ্কুর ছবির সঙ্গে ফিল্মমেকিং এ হাতেখড়ি তার। জুনুন, মন্থন, আরোহণ’র মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App