×

খেলা

কেমন হবে টাইগারদের আজকের একাদশ?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:৩০ এএম

কেমন হবে টাইগারদের আজকের একাদশ?

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার (১২ মার্চ) সিরিজ জয়ের লক্ষ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ওপেনিংয়ে লিটন এবং আট বছর পর দলে ফেরা রনি তালুকদার থাকবেন তা নিশ্চিত। তিন নম্বরে খেলবেন ম্যাচসেরা পারফরমার নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক সাকিব আল হাসান চার নম্বর পজিশনটা তৌহিদ হৃদয়কে ছেড়ে দিয়ে ৫ নম্বরে নামবেন সেটিও নিশ্চিত।

ছয় নম্বরে থাকবেন আফিফ হোসেন ধ্রুবের জায়গায় সোহানকে দলে রাখলেও রাখতে পারেন কোচ। যেহেতু খেলা মিরপুর জাতীয় স্টেডিয়ামে তাই সাকিব বোলিংয়ের দিকে নজর দিতে পারেন। আর তখন ৭ নম্বর পজিশনে থাকা শামীম পাটোয়ারীর জায়গায় মেহেদী হাসান মিরাজকে দলে নিলে অবাক হওয়ার কিছু নেই।

এদিকে চারজনকে নিয়ে সাজানো বোলিং অ্যাটাকে অন্তত একজন স্পিনার থাকবেন এটা নিশ্চিত করেই বলা যায়। আগের ম্যাচের মতো নাসুম আহমেদ থাকবেন একাদশে নাকি এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি তানভীর ইসলাম আসবেন দলে সেটিও নিশ্চিত না।

আর যদি তিনজন ফাস্টবোলার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান থাকছেন নিশ্চিতভাবে। দলে আরও থাকবেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। সম্ভাব্য এ একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারী/নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App