চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনে লাগা আগুন ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনী।
রবিবার (১২ মার্চ) সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কনটেইনার ডিপোর পাশে অবস্থিত ওই তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই গোডাউনে ২৭শ টন তুলা ছিল।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ১০ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জমানা ঘটনাস্থল পরিদর্শন করে কমিটি গঠনের নির্দেশ দেন।
কমিটিতে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার একজন পুলিশ কর্মকর্তা, শিল্প পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কলখানার ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, সীতাকুণ্ডের ইউএনও, থানার ওসি, বিটিএমসি’র প্রতিনিধি, বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
জেলা প্রশাসন জানিয়েছে, ‘এসএল’ গ্রুপের মালিকানাধীন ‘ইউনিটেক্স গ্রুপ’র ভাড়ায় নেওয়া ওই তুলার গোডাউনে আগুন লাগে। এসএল গ্রুপ গত এক সপ্তাহ ধরে গোডাউনটিতে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে জেলা প্রশাসনের ধারণা।
কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ বলেন, সন্ধ্যার পর পানির অভাবে আগুন নির্বাপণে সমস্যায় পড়তে হয়েছে। তবে পরে আরও একটি জলাশয় খুঁজে বের করা হয়েছে। সেখানে পাম্প লাগানো হয়। এর পর স্বাভাবিক কাজ চলে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।