টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আগের সংবাদ

হজের খরচ কমানোর সুযোগ নেই

পরের সংবাদ

মেডিকেল ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৩৫.৩৪ শতাংশ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ , ৩:০৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ১২, ২০২৩ , ৪:২৮ অপরাহ্ণ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ এবং পাশের হারের দিক থেকে এগিয়ে আছে মেয়েরা।

রবিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, এ বছর ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ১৯৪ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী পাশ করেছে ২০ হাজার ৮১৩ জন শতকরা হিসেবে তা ৪২ দশমিক ৩১ শতাংশ আর মেয়ে পরীক্ষার্থী পাস করেছে ২৮ হাজার ৩৮১ জন মেয়েদের মধ্যে পাশের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ এমবিবিএস এই ভর্তি পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামাল তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ৮৮।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়