×

সাহিত্য

সুরে-ছন্দে ছায়ানটের বসন্ত-উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম

সুরে-ছন্দে ছায়ানটের বসন্ত-উৎসব

ছবি: ভোরের কাগজ

সুরে-ছন্দে ছায়ানটের বসন্ত-উৎসব

ছবি: সংগৃহীত

প্রকৃতিতে এখন নতুন বাতাস, বৃক্ষের শাখা কচিপাতায় ভরে উঠেছে। বসন্তের শুরুতে আম্রকাননে দেখা দিয়েছে সুগন্ধি মঞ্জরি। শাখাগুলো যেন ভরে উঠেছে নতুনে নতুনে। আর বসন্তের সুবাসিত বাতাস হৃদয়ে অনুরণন তুলে কানে কানে কী যেন বলে যায়! আর সেই বসন্তকে বরণ করতে ছায়ানটে উদযাপিত হলো বসন্ত উৎসব ১৪২৯।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে গান, আবৃত্তি, নৃত্যে ঋতুরাজকে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠান শুরু হয় ‘ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল’, ‘আমার বনে বনে ধরল মুকুল’ দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। এরপর শিল্পী তাহমিদ ওয়াসীফ ঋভু পরিবেশন করেন ‘বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা’, সুমা রায় ‘আয় রে বসন্ত তোর ও কিরণ-মাখা পাখা তুলে’, চঞ্চল বড়াল ‘একটুকু ছোঁওয়া লাগে’। ‘বসন্ত এলো এলো এলো রে’ সম্মেলক গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। প্রবীর মুখোপাধ্যায়ের ‘ফুল সাজি’ আবৃত্তি পরিবেশন করেন নাজনীন নাজ।

[caption id="attachment_413396" align="aligncenter" width="892"] ছবি: সংগৃহীত[/caption]

এরপর একক গান ‘আহা, আজি এ বসন্তে’ পরিবেশন করেন পার্থ প্রতীম রায়, ‘রোদন-ভরা এ বসন্ত’ পরিবেশন করেন সেমন্তী মঞ্জরী। ‘মোর বীণা ওঠে’ শীর্ষক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। নৃত্যে মুগ্ধতা ছড়ানোর পর ‘বসন্ত মুখর আজি দক্ষিণ সমীরণে’ একক গান পরিবেশন করেন মাকসুদুর রহমান মোহিত খান, মহুয়া মঞ্জরী সুনন্দা ‘পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে’, কানিজ হুসনা আহ্ম্মাদী সিমপী ‘চৈতালী চাঁদিনী রাতে’ ‘ফুল-ফাগুনের এলো মরশুম’ নাহিয়ান দুরদানা শুচি ‘গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ’ পরিবেশন করেন রেজাউল করিম।

‘থেকো, বসন্ত সন্ধ্যায়’ আবৃত্তি পরিবেশন করেন কাজী সামিউল আজিজ। ‘মনের রঙ লেগেছে’ শীর্ষক সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। ‘কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া’ একক গান গেয়ে শোনান মনীষ সরকার। ‘সব দিবি কে, সব দিবি পায়’ শীর্ষক সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। ‘আসল যখন ফুলের ফাগুন’ শীর্ষক একক গান পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ শুচি। ‘আজ খেলা ভাঙার খেলা’ শীর্ষক সম্মেলক নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। রীতি অনুযায়ি জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ইতি টানা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App