×

সারাদেশ

শেরপুরে শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৯:৫০ পিএম

শেরপুরে শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে মাদ্রাসা শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান (১৬) নামে এক শিক্ষার্থীতে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটে ১১ মার্চ শনিবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ মিফতাজুল উলুম মাদ্রাসায়। রাকিবুল হাসান পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুল আলীর ছেলে। জানা গেছে,শিক্ষার্থী রাকিবুল হাসানের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে মাদ্রাসা থেকে তাকে বহিস্কারের অপেক্ষমান তালিকায় রাখার সিদ্ধান্ত নেন ওই মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিরুল ইসলাম(৫০)।

এতে ক্ষিপ্ত হয়ে রাকিবুল হাসান শুক্রবার রাতে ওই মাদ্রাসার সিসি ক্যামারা ও ডেক্সটপ ভেঙ্গে ফেলে। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে রাকিবুল হাসান লোহার রড দিয়ে মোহতামিম মাওলানা আমিরুল ইসলামকে মাথায় আঘাত করে।

এতে তিনি গুরুতরভাবে আহত হন। এসময় রাকিবুল হাসান পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

আহত আমিরুল ইসলামকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । ঘটনার কত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া বলেন , এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটককৃত শিক্ষার্থীকে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App