×

আন্তর্জাতিক

গরুর মাংস বহন করায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৭:২৩ পিএম

গরুর মাংস বহন করায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

ভারতের বিহারে গরুর মাংস বহন করায় এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় তিনজনেক গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার শিকার ওই ব্যক্তির নাম নাসিম কোরেশী। তার বয়স ছিল ৫৬ বছর। চলতি সপ্তাহে বিহারে এ ঘটনা ঘটে। যদিও বিহারের সরকার গরুর মাংস বিক্রয় করা এবং গরুর মাংস বহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। খবর আলজাজিরার

আদালতকে দেয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গরুর মাংস বহন করার অভিযোগে কোরেশীকে ২০ জন মানুষ মিলে হামলা করে। এতে তার মৃত্যু হয়। পুলিশ এ বিষয়ে হস্তক্ষেপ করলেও ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিহার পুলিশ স্টেশনের প্রধান রামচন্দ্র তিওয়ারি শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেন, যেখানে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App