×

সারাদেশ

কলাপাড়ায় ইউপি নির্বাচনে সংঘর্ষে নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৫:৩১ পিএম

কলাপাড়ায় ইউপি নির্বাচনে সংঘর্ষে নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ

ছবি: ভোরের কাগজ

কলাপাড়ায় ইউপি নির্বাচনে সংঘর্ষে নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর কলাপাড়া ঊপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা এবং হাতপাখা প্রতীকের সমর্থকদের মাঝে মারামারির ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি দু’টি সংবাদ সন্মেলন করেছে।

কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (১১ মার্চ) বেলা ১১টার সময় নৌকা প্রতীকের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন এবং শুক্রবার সন্ধ্যায় হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবাহ্ উদ্দিন খান দুলাল এ সংবাদ সন্মেলন করেছে।

এর আগে শুক্রবার (১০ মার্চ) তার কর্মী সমর্থকরা তেগাছিয়া মীরবাড়ি এলাকায় ভোট চাইতে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও হাতপাখার সমর্থকরা পরিকল্পিতভাবে নৌকা প্রতীকের কর্মীদের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে ১০ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে জালাল নামে এক কর্মীর এখনো জ্ঞান ফেরেনি। বর্তমানে সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[caption id="attachment_413334" align="alignnone" width="1599"] ছবি: ভোরের কাগজ[/caption]

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বহিরাগতদের এনে দাঙ্গা-হাঙ্গমা করে আসছে। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন খান দুলাল তার মৌখিক বক্তব্যে বলেন, নৌকা প্রতীকের সমর্থকরা শুক্রবার সকালে এ হামলা চালিয়ছে। এ সময় হাতপাখার সমর্থকরা তা প্রতিহত করতে গেলে এ হাঙ্গামার সৃষ্টি হয়। তবে তিনিও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিবার্চনের দাবি জানান।

উল্লেখ্য, ১৬ মার্চ কলাপাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এসব ইউনিয়নগুলোতে প্রচার-প্রচারণা চলছে। তবে ৫টি ইউনিয়নের ভোটাররা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট প্রদানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App