×

সারাদেশ

আপলাইনে পৌনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম

আপলাইনে পৌনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের (লোকোমোটি) ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আপলাইনে প্রায় পৌনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে খবর এসেছে।

শনিবার (১১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া লোকোসেড ইনচার্জ মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিরতিহীন ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশন এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আপলাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে আরেকটি ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে আপলাইনে ট্রেন চলাচল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App