সন্ধ্যার সংবাদ বিশ্লেষণ

আগের সংবাদ

শিবগঞ্জে সরকারি পুকুর উদ্ধার, লাখ টাকা রাজস্ব আয়

পরের সংবাদ

গরুর মাংস বহন করায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ১১, ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ

ভারতের বিহারে গরুর মাংস বহন করায় এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় তিনজনেক গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার শিকার ওই ব্যক্তির নাম নাসিম কোরেশী। তার বয়স ছিল ৫৬ বছর। চলতি সপ্তাহে বিহারে এ ঘটনা ঘটে। যদিও বিহারের সরকার গরুর মাংস বিক্রয় করা এবং গরুর মাংস বহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। খবর আলজাজিরার

আদালতকে দেয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গরুর মাংস বহন করার অভিযোগে কোরেশীকে ২০ জন মানুষ মিলে হামলা করে। এতে তার মৃত্যু হয়। পুলিশ এ বিষয়ে হস্তক্ষেপ করলেও ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিহার পুলিশ স্টেশনের প্রধান রামচন্দ্র তিওয়ারি শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেন, যেখানে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়