ইভিএমে নির্বাচন করার পক্ষে নির্বাচন কমিশন

আগের সংবাদ

নির্বাচন থেকে হটাতে চাইছে প্রতিপক্ষরা

পরের সংবাদ

ইনফোসিস প্রেসিডেন্ট মোহিত জোশির পদত্যাগ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ৪:৪৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ১১, ২০২৩ , ৪:৪৭ অপরাহ্ণ

ভারতভিত্তিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের প্রেসিডেন্ট মোহিত জোশি পদত্যাগ করেছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইনফোসিস কর্তৃপক্ষ জোশিকে ধরে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল। কিন্তু তিনি নিজেকে আরও বড় পর্যায়ে ভাবছেন। প্রায় সাড়ে তিন লাখ কর্মীর প্রতিষ্ঠানটিতে আগামী ৯ জুন পর্যন্ত আছেন, তবে এই দিনগুলো ছুটিতে থাকবেন তিনি।

এরপর এ বছরের ২০ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত ‘টেক মাহিন্দ্র’র এমডি ও সিইও হিসেবে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন মোহিত জোশি।

২০০০ সালে ইনফোসিসে যুক্ত হওয়ার পর থেকে কোম্পানিটির বিভিন্ন পদে কাজ করেছেন মোহিত জোশি। প্রতিষ্ঠানটির আর্থিক সেবা শাখার ইউরোপ প্রধান হিসেবে কাজ করেন। ইনফোসিস মেক্সিকোর সিইও হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়