×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে অন্যদেরও ইন্ধন আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৯:১০ পিএম

ইউক্রেন যুদ্ধে অন্যদেরও ইন্ধন আছে

পোপ ফ্রান্সিস। ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তুতির বিষয়টি উত্থাপন করেছেন শান্তির ডাক দেয়া ক্যাথলিক গির্জার শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু রুশ সাম্রাজ্য নয়, ইউক্রেন যুদ্ধ একাধিক সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস।

শুক্রবার (১০ মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু। পোপ ফ্রান্সিস বলেছেন, ইউক্রেনে সংঘাতে ইন্ধন দিচ্ছে সাম্রাজ্যবাদী স্বার্থ, কেবল রুশ সাম্রাজ্যই নয়, অন্য সব সাম্রাজ্যও। খবর রয়টার্সের।

সাক্ষাৎকারে শান্তির ডাক দেয়া ক্যাথলিক গির্জার এই শীর্ষ নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির কথাও জানিয়েছেন।

ইতালীয় সুইস টেলিভিশন আরএসআইকে যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, আগামী রবিবার সেটি প্রচার হওয়ার কথা আছে। এরই মধ্যে ওই সাক্ষাৎকারের সংক্ষিপ্তসার শুক্রবার প্রকাশ করেছে ইতালীয় দৈনিক লা রিপাবলিকা, লা স্টাম্পা ও কুরিয়ের দেলা সেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App