বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার হলো প্রায় দুই কোটি টাকার স্বর্ণের বিস্কুট। সেগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।
বৃহস্পতিবার (৯ মার্চ) পশ্চিমবঙ্গের জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে সোনার বিস্কুটগুলোসহ দুজনকে আটক করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ।
জানা গেছে, উদ্ধার ২২টি সোনার বিস্কুটের মোট ওজন দুই কেজি ৫৬৬ গ্ৰাম। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ৪৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৮৮ লাখ টাকা প্রায়)।
স্বর্ণ পাচারের বিষয়ে আগে থেকেই খবর ছিল বিএসএফের কাছে। সেই মোতাবেক পাচারকারীদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকেই জয়ন্তীপুর সীমান্তে ওঁৎ পেতে বসে থাকনে বিএসএফ জওয়ানরা। কিছুক্ষণ পরেই তারা দেখেন, বাংলাদেশের দিক থেকে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসছেন।
জওয়ানরা তাকে থামতে বললে ওই লোক কাঁটাতারের ওপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে ফের বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এরপর জাওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটসহ দুই ব্যক্তিকে আটক করেন। ওই প্যকেটে ২২টি সোনার বিস্কুট ছিল। পরে আটক দুই ব্যক্তিকে জয়ন্তীপুর পুলিশের হাতে তুলে দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।