১৫০ বছরেও বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল না কলকাতার ট্রাম

আগের সংবাদ

বিকেলের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

ডাচ্-বাংলার ১১ কোটি টাকা লুটের ঘটনায় মামলা

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ , ৪:১৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ১০, ২০২৩ , ৪:১৫ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ১১ কোটি ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুল হাসান বলেন, ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা বহনকারী প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় ১১ কোটি ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া ৪ বক্সের মধ্যে ৩ বক্স উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে সাতজনকে আটক করা হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়