×

আন্তর্জাতিক

৫টি পারমাণবিক সাবমেরিন ক্রয় করবে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:৫৪ পিএম

৫টি পারমাণবিক সাবমেরিন ক্রয় করবে অস্ট্রেলিয়া

ফাইল ছবি

২০৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তিচালিত অন্তত পাঁচটি ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন ক্রয় করার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের চারজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে হওয়া নিরাপত্তা চুক্তি অকাসের (এইউকেইউএস-অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) অংশ হিসেবে এ সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। খবর এপির তিন দেশের মধ্যে হওয়া অকাস চুক্তির আওতায় অন্তত একটি ইউএস সাবমেরিন আগামী বছর অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। ২০৩০ সালের শেষের দিকে যুক্তরাজ্যের নকশায় এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে নতুন শ্রেণির একটি সাবমেরিন নির্মাণ করা হবে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে। এদিকে অকাসের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানাতে আগামী সোমবার সান ডিয়েগোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বসবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App