×

জাতীয়

মেট্রোরেলের আরো দুই স্টেশন চালু হচ্ছে ১৫ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৯:৪১ পিএম

দেশের প্রথম আধুনিক নগর গণপরিবহণ মেট্রোরেলের আরো দুটি স্টেশন চালু হতে যাচ্ছে। এমআরটি লাইন-৬ মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন আগামী ১৫ মার্চ চালু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এমএএন ছিদ্দিক । তিনি বলেন, আগামী ১৫ মার্চ থেকে মেট্রোরেলের স্টেশন দুটি থেকে যাত্রীসেবা শুরু হবে।

তিনি আরো বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের নয়টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। এর অংশ হিসেবে ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হচ্ছে। বর্তমান যে টাইমিং (সাড়ে আটটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত) চলছে সেই সময়ই চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App