×

সারাদেশ

ভবনের গা ঘেঁষে মাটি উত্তোলন, হুমকির মুখে বিদ্যালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৮:২৫ পিএম

ভবনের গা ঘেঁষে মাটি উত্তোলন, হুমকির মুখে বিদ্যালয়

ছবি: ভোরের কাগজ

যশোরের ঝিকরগাছায় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের মাঠ, ভবন ও বেশ কয়েকটি রেইন্টি গাছ। এ যেন দেখার কেই নেই।

বায়সা গ্রামের বেশ কয়েকজন বৃহস্পতিবার (৯ মার্চ) ঝিকরগাছা প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে যোগাযোগসহ অভিযোগ করে বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল আইনের তোয়াক্কা না করে স্কুল আঙ্গিনার পাশে গভীর করে পুকুর খনন করছে।

এ ঘটনায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অভিসার ইনচার্জকে গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ চলে আসলে আবারো মাটিকাটা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয় বায়সা গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বললেও পরে আর যোগাযোগ করেননি। ফলে বিদ্যালয়ের ভবন রক্ষার জন্য মাটিকাটা বন্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App