×

খেলা

ঘরের মাঠে খুবই শক্তিশালী দল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:৩৮ এএম

ঘরের মাঠে খুবই শক্তিশালী দল ভারত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ভারত ঘরের মাঠে খুবই শক্তিশালী দল। ভারতের মাঠে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারানো সহজ ব্যাপার নয়। ভারতে দুই ম্যাচ জেতাই কঠিন। ভারত সফরে গিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল চার টেস্টের সিরিজের প্রথম দুটিতে হেরে ব্যাকফুটে চলে যায়। তবে তৃতীয় টেস্টে জিতে এখন ড্র করার কথা ভাবছে। স্টিভ স্মিথ বলেন, আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। তিন স্পিনার খেলিয়েও আমরা যে ম্যাচ জিততে পারি, সেটি দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় ভারতে এসে দুই ম্যাচ জেতা কঠিন ব্যাপার। আমাদের দুর্ভাগ্য যে আমরা সিরিজের শুরুতে প্রথম দুই টেস্টে জিততে পারিনি। তা হলে আমরা সিরিজ জেতার কথা ভাবতে পারতাম। তবে এখন যদি আমরা ড্র করতে পারি, সেটিও বড় ব্যাপার হবে। বৃহস্পতিবার (৯ মার্চ) আহমেদাবাদে সিরিজের চতুর্থ এবং শেষ টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক আরও বলেন, আমার অবাক লাগছে যে, দেশে ধারাভাষ্য দেওয়ার সময় অনেকে বলছেন তিন পেসার খেলানোর কথা। সঙ্গে একজন স্পিনার। এই পিচ দেখার পর আমার কাছে এই উপদেশের কোনো মানে নেই। ছয় দিনে ১১ ইনিংস খেলা হয়েছে। বেশিরভাগ উইকেট স্পিনাররাই নিয়েছে। দেখাই যাচ্ছে এই পিচে স্পিন খেলতে কতটা অসুবিধা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App