×

খেলা

এটাই আমাদের সর্বোচ্চ, এটাই সত্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:৪৬ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শেষ ষোলোর ফিরতি লেগ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরেছে কিলিয়ান এমবাপ্পে-লিওনেল মেসির দল। ওই হারের পর ফ্রান্সম্যান এমবাপ্পে জানিয়েছেন, তারা হতাশ। তবে স্বীকারও করেছেন, তারা যেটা খেলেছেন ওটাই তাদের সর্বোচ্চ।

এমবাপ্পে বলেন, ‘বায়ার্ন অসাধারণ এক ক্লাব, অসাধারণ তাদের স্কোয়াড। তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য দল প্রস্তুত করেছে। মৌসুমের শুরুতে আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমরা সেরাটা দিয়ে চেষ্টা করবো। এটাই আমাদের সর্বোচ্চ। এটাই সত্য। এখন আমাদের লিগ ওয়ান নিয়ে ভাবতে হবে।’

চলতি মৌসুম শুরুর আগে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা ছিল। দুই পক্ষ চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গিয়েছিল। কিন্তু প্রস্তাব পায়ে ঠেলে শেষ পর্যন্ত প্যারিসে থেকে গেছেন তিনি। স্বপ্ন ছিল পিএসজি’র হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং ইতিহাস গড়া।

ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোয় বিদায় নেওয়ায় এমবাপ্পে তাই ক্লাব ছাড়ার প্রশ্নের মুখোমুখি হয়েছেন। জবাবে তিনি বলেছেন, ‘না না, এখন আমি শান্ত আছি। এখন আমার কেবল লিগ ওয়ান জেতায় মনোযোগ। এরপর দেখবো কী হয়। এই মুহূর্তে কেবল চলতি মৌসুম নিয়েই কথা বলতে পারি। এর বাইরে বলার মতো কিছু নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App