বিনষ্ট হচ্ছে ৩০০ বছরের পুরনো রাধামাধবের আখড়া

আগের সংবাদ

বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৫ জনকে কারাদণ্ড

পরের সংবাদ

শান্তর ব্যাটিংয়ে জয়ের আশা

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ৫:৩৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ৯, ২০২৩ , ৫:৩৩ অপরাহ্ণ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর সাজঘরে ফিরেছেন রনি তালুকদার। পরে আউট হন লিটনও।

এই দুজনের বিদায়ের পর ব্যাট হাতে চট্টগ্রামে ঝড় তুলে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দুই উইকেট পতনের পর তৌহিদ হৃদয়কে সঙ্গে করে রানের চাকা ঘুরাচ্ছেন তিনিই। উডের এক ওভারে টানা চার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ১৬ বলে ৩৪ রান তার। ৮ ওভারে বাংলাদেশের রান ৮২।

ব্যাট হাতে শুরুটা দারুণ করেন লিটন ও আট বছর পর দলে ফেরা রনি তালুকদার। কুরান, ওকস, আর্চার নিজেদের প্রথম ওভারে মার খাওয়ার পর চতুর্থ ওভারে আসেন স্পিনার আদিল রশিদ। এসেই উইকেট পান তিনি। বোল্ড করে দেন ১৪ বলে ২১ রান করা রনিকে। তার ইনিংসে ছিল চারটি চারের মার।

এরপর সাজঘরে ফেরেন লিটন দাস। পঞ্চম ওভারে আর্চারের বলে ওকসের হাতে ক্যাচ দেন তিনি। ১০ বলে দুই চারে ১২ রান করেন বাংলাদেশ ওপেনার।

বাংলাদেশ দল
রনি তালুকদার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়