বেয়াইনকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন বেয়াই

আগের সংবাদ

ঈশ্বরদীতে ৫ নারীর হাতে উঠল ‘অগ্রণী সম্মাননা’

পরের সংবাদ

রামগড়ে ৪ স্বর্ণ দোকান মালিককে জরিমানা

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ৮:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৯, ২০২৩ , ৮:০০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় বাজারে ৪টি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টার সময় রামগড় বাজারে লাইসেন্সবিহীন ব্যবসা, দোকানে মূল্য তালিকা না টাঙানো ইত্যাদি কারণে ভোক্তা অধিকার আইনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সুইটি জুয়েলারিকে ২০ হাজার টাকা, পলাশ জুয়েলারিকে ১০ হাজার টাকা, ভাই ভাই জুয়েলারি ৫ হাজার টাকা ও বলরাম জুয়েলারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় আইন ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৪ স্বর্ণের দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়