বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা: প্রতিমন্ত্রী ইন্দিরা

আগের সংবাদ

দুই শিক্ষার্থীকে দেহ ব্যবসায় বাধ্য করে হৃদয়

পরের সংবাদ

ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ৩:১৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ৯, ২০২৩ , ৩:১৫ অপরাহ্ণ

ইউক্রেন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন এবং বিভিন্ন অবকাঠামোতে আঘাত করছে। এদিকে হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে ইউক্রেনীয় কর্মকর্তা এ খবর নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার ভোরে পুরো ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। গত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের হামলা এটিই প্রথম। খবর বিবিসি ও আলজাজিরার।

ওডেসা অঞ্চলের গভর্নর ম্যাকসিম মারচেনকো বলেন, একটি গণ ক্ষেপণাস্ত্র হামলা বন্দর শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত করেছে। যার কারণে শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকায়ও আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে ১৫টিরও বেশি হামলা হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আবারও দখলকারীদের হাতে চলে যাচ্ছে। খারকিভ-ওডেসা ছাড়াও দিনিপার, লুতস্ক এবং রিভনে শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়