×

জাতীয়

সিদ্দিকবাজারে ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহারের অনুপযোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১০:৩১ পিএম

সিদ্দিকবাজারে ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহারের অনুপযোগী

রাজউক। ছবি: ভোরের কাগজ

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কারিগরি কমিটি। তারা জানিয়েছে, সংস্কারের পর ব্যবহার অথবা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, গুলিস্তানে সিদ্দিক বাজার এলাকার বিস্ফোরিত ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সে ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী। তিনি বলেন, ‘ভবনের পিলার ও কলাম ধসে গেছে। ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে।’

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার একটি কমিটি আছে। ওই কমিটির প্রতিনিধিরা আগামীকাল (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App