×

জাতীয়

ক্ষতিগ্রস্ত ভবনের মালিকদের জিজ্ঞাসাবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৮:৩৪ পিএম

ক্ষতিগ্রস্ত ভবনের মালিকদের জিজ্ঞাসাবাদ

ছবি: ভোরের কাগজ

পুরান ঢাকার সিদ্দিকবাজারে যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে, সেই ভবনের মালিক দুই ভাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা হলেন, ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান।

বিস্ফোরণের পরদিন বুধবার (৮ মার্চ) দুই ভাইকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খ মহিদ উদ্দিন জানিয়েছেন, দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে ভবন নির্মাণে অনুমতি, ভাড়াটিয়া কতজন, কোথায় সেপটিক ট্যাংকি কিংবা রিজার্ভ ট্যাংক আছে, বেজমেন্ট এলাকায় ভাড়া দেওয়ার বৈধতা বিষয়গুলো জানার চেষ্টা করছি।’

তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সপ্তম তলা এই বাণিজ্যিক ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান। এক সময় তিনি ক্যাফে কুইন নামে একটি রেস্তোরাঁ খুলেছিলেন এই ভবনে, সেজন্য ভবনটি ক্যাফে কুইন বিল্ডিং নামে স্থানীয়রা পরিচিত।

অনেক দিন আগে মারা গেছেন রেজাউর। মৃত্যুর পর এখন তার তিন ছেলেই মালিক ওই ভবনের। মশিউর রহমান নামে এক ছেলে দেশের বাইরে থাকেন। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ওয়াহিদুর ও সবার ছোট মতিউর ঢাকায় থাকেন। ভবনের দেখাশোনা করেন তারাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App