×

পুরনো খবর

নেইমারের ইনজুরিকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখছেন পিএসজি কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১২:২১ পিএম

গোড়ালির চোটের কারণে প্রায় ৪ মাস মাঠের বাইরে চলে গেছেন নেইমার। তার সুস্থ হতে করতে হবে অস্ত্রোপচার। এসময়ে ব্রাজিলীয় ফরোয়ার্ডের অনুপস্থিতিকে আশীর্বাদ হিসেবে দেখছেন অনেকে। কারণ, এতে দলে ভারসাম্য বজায় থাকবে।

পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, বুধবার (৮ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে থাকবে না নেইমার। মৌসুমের বাকি অংশেও থাকছে না সে। এতে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ক্ষতি হলেও দলে আরো ভারসাম্য আসবে।

সাধারণত, ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও লিওনেল মেসিকে পিএসজির ফরোয়ার্ড লাইনে দেখা যায়। এখন নেইমারের অনুপস্থিতিতে বাড়তি একজন মিডফিল্ডার খেলাতে পারবেন গালতিয়ের।

তিনি বলেন, দেখছি এ নিয়ে বিতর্ক হচ্ছে। এটা স্পষ্টতই একটা ক্ষতি। দল কী আরও ভারসাম্যপূর্ণ হবে? হ্যাঁ, এ মত ভালো? আমি বলব, সে থাকলে গোল পাওয়ার সম্ভাবনা থাকতো। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েই প্রথম লেগ খেলেছি আমরা।

তবে দ্বিতীয় লেগে এমবাপ্পেকে পুরোপুরি ফিট পাচ্ছেন গালতিয়ের। আগের লড়াইয়ে হ্যামস্ট্রিং সমস্যার কারণে দ্বিতীয়ার্ধে নামেন তিনি। দুইবার লক্ষ্যভেদও করেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার। তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ঘরের মাঠে প্যারিসে ১-০ গোলে হেরে যায় পিএসজি।

এ মহারণে গোলমেশিন মেসিকেও ফিট পাচ্ছে পিএসজি। এবার অ্যালিয়াঞ্জ এরিনায় আতিথ্য নেবে তারা। যেভানে ২-০ গোলে জিতলেই কোয়ার্টার ফাইনালে নাম লেখাবেন দ্য পারিসিয়ানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App