×

জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১২:১০ এএম

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: সংগৃহীত

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: সংগৃহীত

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: ভোরের কাগজ

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: সংগৃহীত

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: ভোরের কাগজ

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: ভোরের কাগজ

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: ভোরের কাগজ

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

এক স্বজনের কান্না। ছবি: ভোরের কাগজ

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

ছবি: ভোরের কাগজ

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত হয়েছেন ৪০ জন। ভবনের ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। আহতদের রক্তদানের জন্য আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।

[caption id="attachment_412315" align="alignnone" width="1411"] ছবি: ভোরের কাগজ[/caption]

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের পাঁচ তলা ভবনের নিচ তলায় কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চার তলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়। এ ঘটনার পর গুলিস্তানের বিস্ফোরণস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বিস্ফোরণে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন (নিচ তলায় স্যানিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) ও তার পাশের সাততলা একটি স্যানেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি। এখন পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে উপস্থিত আছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

[caption id="attachment_412318" align="alignnone" width="1411"] ছবি: ভোরের কাগজ[/caption]

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, গুলিস্তানে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের খবর পেয়ে প্রথমে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরো চার ইউনিট। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদিন খালেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের খবর পেয়েছি বিকেল চারটা ৫০ মিনিটে। তবে চারটা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলেও জানান তিনি।

[caption id="attachment_412316" align="alignnone" width="1404"] ছবি: ভোরের কাগজ[/caption]

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

[caption id="attachment_412317" align="alignnone" width="1402"] ছবি: ভোরের কাগজ[/caption]

এর আগে গত রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হন। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। এ ঘটনায় ১৪ জন আহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়েছে এবং দগ্ধ হওয়া ছয়জনকে আশঙ্কজনক অবস্থার কারণে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App