×

সারাদেশ

আলফাডাঙ্গায় খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১০:৪৯ এএম

আলফাডাঙ্গায় খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

ছবি: ভোরের কাগজ

কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়। এরআগে রবিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউব (বারটান)।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহার সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন মো. শামিম মন্ডল।

এছাড়াও উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ড. ভবেন বাইন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত বিশ্বাস প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন।

তিনদিন ব্যাপী প্রশিক্ষণে দু'টি ব্যাচে ৩০ জন কৃষাণ-কৃষাণী ও ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, এনজিও কর্মকর্তা, তথ্য আপা ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমসহ অন্যান্য পেশাজীবির সর্বমোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App