ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টারে চেলসি

আগের সংবাদ

সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে

পরের সংবাদ

দাউদকান্দিতে বিদ্যালয়ের ভবন ধস

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ৮, ২০২৩ , ১:০৭ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের একটি ধসে পড়েছে। পুকুর সেচের কারণে মঙ্গলবার রাতের কোন এক সময় ভবনটি ধসে পড়েছে বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের ভবনটির পশ্চিম  পাশের  পুকুরটি ভাঙতে ভাঙতে গ্রাস করতে বসেছে স্কুলের ভবনটি। দেবে গেছে স্কুলের মেঝে, সরে গেছে নিচের মাটি। ওই অবস্থায় আতঙ্কের মধ্যে চলছিল বিদ্যালয়টির ভবনে পাঠদান কার্যক্রম। সরে যাওয়া মাটি ভরাট করার জন্য পুকুরটি সেচ দেয়া হয়।

আজ বুধবার (৮ মার্চ) মাটি ভরাট করার প্রস্তুতি ছিল বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি জানান।

ছবি: ভোরের কাগজ

তিনি বলেন,  প্রায় শতবর্ষী ভবনটির পাশে পুকুর থাকায় এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। পাশে মাটি ভরাটের জন্য পুকুরটি সেচ দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতের কোন একসময় ভবনটির পশ্চিমাংশ ধসে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, বুধবার সকালে সরজমিন পরিদর্শন করেছি। ভবন ধসে পাঠদান কার্যক্রমে কোন সমস্যা হবেনা, শিক্ষার্থীদের পাঠদানের জন্য কাল থেকে পাশের নতুন ভবন খুলে দেয়া হবে । আর পুরনো এই ভবনটি নিয়ে এমনিতেই ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছিলে পরিত্যাক্ত ঘোষণার।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়