×

জাতীয়

৭ মার্চের ভাষণই ছিল মুক্তিযুদ্ধের মূলমন্ত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৮:৪৫ পিএম

৭ মার্চের ভাষণই ছিল মুক্তিযুদ্ধের মূলমন্ত্র

ছবি: ভোরের কাগজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলে মন্তব্য করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি নিছক একটা বক্তব্য ছিল না, এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু গেরিলাযুদ্ধের দিক-নির্দেশনা ও বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছিলেন।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার থানাগেইট মসজিদ মার্কেট মাঠে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনির সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আসিব বিন লতিফয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। এছাড়াও আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, সাবেক সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাঝি, বরকামতা ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান জিএস মুকুল হোসেন, ভাণী ইউপি চেয়ারম্যান হাজী জালাল, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জুলহাস মিয়া, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু, আল আমিন, ফয়েজ আহমেদ প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App