×

সারাদেশ

শান্তিগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৫:০৭ পিএম

শান্তিগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

ছবি: ভোরের কাগজ

শান্তিগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

ছবি: ভোরের কাগজ

শান্তিগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দিনব্যাপী উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন গ্রামবাসী। ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হন ধনপুর গ্রামে।

[caption id="attachment_412270" align="alignnone" width="1433"] ছবি: ভোরের কাগজ[/caption]

ঘোড়ার দৌড় দেখতে আসা নিতাই দাস বলেন, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়ার দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন। সবাই উচ্ছ্বসিত।

ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা জহিরুল ইসলাম অমিত বলেন, আমরা কয়েকজন মিলে এখানে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি।

দিনব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা থেকে দৌড়ের ঘোড়া অংশগ্রহণ করে।

[caption id="attachment_412271" align="alignnone" width="1421"] ছবি: ভোরের কাগজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App