×

সারাদেশ

বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০২:৫১ পিএম

বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ পালিত

ছবি: ভোরের কাগজ

বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ পালিত

ছবি: ভোরের কাগজ

বরিশালের বাকেরগঞ্জ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশীল, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন ডাকুয়া, সহকারী কমিশনার ভূমি আবুজর মো. ইজাজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদারসহ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং নানা শ্রেণী-পেশার মানুষ।

এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া।

[caption id="attachment_412219" align="alignnone" width="1493"] ছবি: ভোরের কাগজ[/caption]

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমাশনার ভূমি আবুজর মো. ইজাজুল হক, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মিজানুর রহমান, বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার ৷

আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জাফর আহমদ, জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাপা যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App