×

সারাদেশ

বজ্রকন্ঠে অগ্নিঝরা ভাষণ ছিল জাতীয় ঐক্য ও সংগ্রামের মূলমন্ত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম

বজ্রকন্ঠে অগ্নিঝরা ভাষণ ছিল জাতীয় ঐক্য ও সংগ্রামের মূলমন্ত্র

ছবি: ভোরের কাগজ

বজ্রকন্ঠে অগ্নিঝরা ভাষণ ছিল জাতীয় ঐক্য ও সংগ্রামের মূলমন্ত্র

ছবি: ভোরের কাগজ

বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে অগ্নিঝরা ভাষণ ছিল সমগ্র সংগ্রামী বাঙালি জাতির অনুপ্রেরণার অনির্বাণ শিখা, অফুরন্ত শক্তি ও অদম্য সাহস। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের দিকনির্দেশনাই ছিল জাতীয় ঐক্য ও সংগ্রামের মূলমন্ত্র।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় সহকারি প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল ও সহকারী শিক্ষক দেবাষীষ সরকারের যৌত সঞ্চালনে প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আবুল লেইছ কাহার।

[caption id="attachment_412215" align="alignnone" width="1397"] ছবি: ভোরের কাগজ[/caption]

সভায় শিশু শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বক্তব্য দেন, শামিউল হক, আহমদ ইসতিয়াক রিফাত, শাকিরা আক্তার শাম্মি, আবির হাসনাত, শামছুদ্দিন আহমদ জিসান, এহিয়া মো. শাহীন, রিফাত আদনান অংকন।

এ সময় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সুবহান ও আবুল কাশেম, শিক্ষকের মধ্যে মো. গোলাম নবী রিপন, আব্দুল হালিম, শামীমা বেগম, রুসনা বেগম, দেবাশীষ সরকার, বিদ্যুৎ কুমার সামন্ত, জয়নাল আহমেদ, আমিনুল ইসলাম, আবু খালেদ, মিল্লাত হোসেন, জামাল হোসেন, আব্দুল ওয়াহিদ, জয় চরন কর, রনি দে, জসিম উদ্দিন হৃদয়, শাহিন আহমেদ, মামুন আহমেদ, উজ্জ্বল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন

অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তিলায়াত করেন জাকিয়া ফেরদৌসী দিনা ও গীতা থেকে পাঠ করেন পদ্মশ্রী দাম। সভা শেষে শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে পুরষ্কৃত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App